জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন।
তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ, লাবণ্য। দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে।
৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে বাহারি রঙের গাউনে ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন।
শেয়ার করা ছবিতে দেখা যায়, ক্যাডেল লাইটের পাশে অফ দ্য শোল্ডার লাল রঙের গাউন দাঁড়িয়ে রয়েছেন। তার এ লুকে অত্যন্ত আবেদনময়ী লাগছে। আর অভিনেত্রীর চোখের চাহনি যেন অনুরাগীদের মনে দাগে কেটেছে। সঙ্গে হাতে রয়েছে হাতে ছোট আঙটি।
এদিকে ব্লু কালারের গাউনেও রুনাকে বেশ মানিয়েছে। পোশাকের সঙ্গে ম্যাচ করে কানে পরেছে লম্বা দুল হাতে রয়েছে ব্রেসলেট।
খোশ মেজাজে খোলামেলা গোলাপি রঙের গাউনে সোফায় হেলান দিয়ে বসে আছে রুনা। যা অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পায়ে পরেছে কালো রঙের হাই হিল।
পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের প্রশংসা করেছে ভক্ত-অনুরাগীরা। ইসরাত নামে একজন ভক্ত লিখেছেন, ‘আপনার ছবিগুলো চমৎকার হয়েছে, বাংলাদেশের মধ্যে অন্যতম মডেল।’
হানিফ লিখেছেন, ‘আপনার সৌন্দর্য ওয়েস্টার্ন ও বাংলাদেশিসহ সব পোশাকে ফুটে উঠে।’ আরেকজনের ভাষ্য, ‘তুমি নিজেও জানো না তোমাকে খোলামেলা পোশাকে কত সুন্দর লাগে।’