৩০.১ ওভার, ৯ মেইডেন, ৪৯ রান এবং ১০ উইকেট– এক ইনিংসেই এমন এক বোলিং ফিগারে ভারতের মর্যাদাপূর্ণ ঘরোয়া আসর রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়েছেম আনশুল কম্বোজ। হরিয়ানার এই বোলার এক ইনিংসে শিকার করেছেন প্রতিপক্ষ কেরালা রাজ্যের সব উইকেট।
রঞ্জি ট্রফির ২০২৪-২৫ মৌসুমের পঞ্চম রাউন্ডে চৌধুরি বানসি লাল স্টেডিয়ামে কেরালার বিপক্ষে খেলছে হারিয়ানা। আগের দিনে ৮ উইকেট তুলে নিয়ে বৃহস্পতিবার বোলিংয়ে এসেছিলেন আনশুল। রেকর্ড করতে আরও দুই উইকেট নিতে হতো ডানহাতি পেসারের। শেষ ব্যাটার হিসেবে শন রজারকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে প্রতিপক্ষের ১০ ব্যাটারকেই আউট করার কীর্তি গড়েন তিনি।
হরিয়ানার বোলার হিসেবে এটাই রঞ্জির ইতিহাসে সেরা বোলিং ফিগার। এর আগে বিদর্ভের বিপক্ষে ২৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন জগিন্দার শর্মা। সেই সঙ্গে রঞ্জিতে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে প্রতিপক্ষের সব ব্যাটারের উইকেট নেয়ার কীর্তি গড়েছেন আনশুল। ১৯৫৬-৫৭ মৌসুমে বাংলার প্রেমাংশু চ্যাটার্জি ও ১৯৮৫-৮৬ মৌসুমে রাজস্থানের প্রদীপ সান্দেরামও ইনিংসে প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছিলেন।
সব মিলিয়ে ভারতের ষষ্ঠ বোলার হিসেবে এমন রেকর্ড করেছেন আনশুল। লেগ স্পিনার শুভাশীষ গুপ্ত, অনিল কুম্বলে এবং উড়িশার পেসার দেবাশীষ মোহন্তির এমন কীর্তি আছে।
আন্তর্জাতিক ক্রিকেটে এমন এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি আছে তিনজনের। তাতে ভারতের একমাত্র বোলার কুম্বলে। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লি টেস্টে ছিল এই কীর্তি। আন্তর্জাতি ক্রিকেটেও ইনিংসে ১০ উইকেট নেয়া বাকি দুজন ইংল্যান্ডের জিম লেকার ও নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল।
ইনিংসে ১০ উইকেট নেয়া ছাড়াও বল হাতে সময়টা বেশ ভালো যাচ্ছে ২৩ বছর বয়সী পেসারের। বিজয় হাজারে ট্রফিতে নিজেদের প্রথম শিরোপা জয়ে ৩.৫৮ ইকনোমি রেটে ১৭ উইকেট নিয়েছিলেন। সবশেষ মাসে ইমার্জিং এশিয়া কাপে ভারতের স্কোয়াডেও ছিলেন। পাকিস্তান শাহীনসের বিপক্ষে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে আনশুল ছিলেন ম্যাচ জেতানোর বড় নায়ক।