এ দেশে উন্নয়ন যা হয়েছে, সব বিএনপির অবদান: মির্জা ফখরুল

নভেম্বর 20, 2024
by

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তারেক রহমানসহ ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। অনেককে গুম করে চিরদিনের জন্য শেষ করে দিয়েছে। দেশের মানুষ কোনো বিষয়ে নিয়ে কথা বলতে পারেনি। কিন্তু বিএনপি সরকারের কাছে কোনো দিন মাথা নত করেনি।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে। জুলুম-নির্যাতনের ভয়াবহতার কারণে শেখ হাসিনার পতন হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন এবার বাস্তবায়িত হবে। আমরা সেই আশায় বুক বেঁধে আছি।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠ প্রাঙ্গণে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব যৌথ সঞ্চালনা করেন।

বিএনপি মহাসচিব বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্বের প্রতীক। আমরা আশা করছি তিনি রাষ্ট্রের সর্বস্তরের জঞ্জাল সাফ করে দেশকে টেনে তুলবেন। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। এ দেশে উন্নয়ন যা হয়েছে, সব বিএনপির অবদান। আওয়ামী লীগ প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে নিশ্চিত করে তিনি বলেন, নিবার্চন যত দ্রুত হবে, ততই দেশের মঙ্গল হবে। দেশ নিয়ে চক্রান্ত হলে জনগণই তা রুখে দেবে। এ দেশের মানুষ ভারতীয় আধিপত্য মেনে নেবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে দ্রুত নির্বাচনের দাবি জানাই।

এ ছাড়া বিএনপি মহাসচিব বলেন, বিএনপির আন্দোলন এখনো শেষ হয়নি। তারেক রহমানসহ সব নেতাকর্মীর মামলা যখন শেষ হবে, তখন আমাদের আন্দোলন শেষ হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও জয়নাল আবদীন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহগ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁঞা, প্রশিক্ষণ বিষয়ক সহ সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, জালাল উদ্দিন মজুমদার, মেজবাহ উদ্দিন খান, অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, আবু তালেব, মশিউর রহমান বিপ্লব এবং ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের জাতীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কাজের গতি বাড়াতে ১০ থানাকে নতুন গাড়ি দিলো ডিএমপি

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর ২২টি

বিষাক্ত পোকার কামড়ে শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বিষাক্ত পোকার কামড়ে আয়াত (২) নামে এক শিশুর