টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চলতি বছরের মার্চে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে থেকে বিদায় নেওয়া পাকিস্তানের স্কোয়াডে আর তিনি ডাক পাননি। ফলে আবারও বিদায়ের পথেই হাঁটলেন এই তারকা অলরাউন্ডার। ৩৫ বছর বয়সী ইমাদ আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিজেই এই ঘোষণা দিয়েছেন ইমাদ। অবসরের ঘোষণায় তিনি লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়।’
তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেছেন পাকিস্তানের হয়ে ১৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমাদ, ‘যখন এই অধ্যায় সমাপ্তির সময় এসেছে, আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে ভিন্ন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।’
পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের অবাক করে দিয়ে প্রথম দফায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমাদ। তার অনাকাঙ্ক্ষিত সেই সিদ্ধান্ত নিয়ে কম আলোচনা হয়নি। গত বছরের পিএসএলে দুর্দান্ত পারফর্ম করায় ইমাদের অবসর ভেঙে ফেরার গুঞ্জন তৈরি হয়। পরে পিসিবির আগ্রহে তিনি আবারও জাতীয় দলের জার্সি গায়ে তোলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে গ্রুপপর্বের ৪ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে খেলেন ইমাদ।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ১২১টি ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি খেলেছিলেন ইমাদ ওয়াসিম। ৬৬টি টি-টোয়েন্টিতে ৬৫টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৪৮৬ রান। ছিলেন শর্টার ফরম্যাটের নাম্বার ওয়ান বোলার। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তাঁর। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।