গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে জুমার নামাজের জামাতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলিতে বসেছেন মুসল্লিরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের সময় ইজতেমা ময়দানের পাশের কামারপাড়া সড়ক ও সড়কের ফুটপাতে এমন চিত্র দেখা গেছে।
খুলনার হাসান ও আশরাফুল গাজীপুরের একটি কারখানায় কাজ করেন। কাছাকাছি হওয়ায় এসেছেন বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নিতে।
আশরাফুল বলেন, ভিড় হবে জেনেও বন্ধের দিন থাকায় খুব সকালে ইজতেমা ময়দানে এসেছি। ভেতরে জায়গা না পেয়ে কামারপাড়া সড়কে অবস্থান নিয়েছি। লাখ লাখ মুসল্লির সঙ্গে নামাজ পড়তে পারা ভাগ্যের ব্যাপার।
রমজান নামের আরেক মুসল্লি বলেন, ছোট বয়সে ইজতেমার কথা শুনতাম। এবারই প্রথম ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ হয়েছে, আমি খুব খুশি।
আরেক মুসল্লি আমজাদ হোসেন বলেন, লাখ লাখ মুসল্লি একসঙ্গে আল্লাহর দরবারে হাত তুললে কারো হাত হয়ত আল্লাহ কবুল করে দেবেন। সেই আশায় ইজতেমা জুমার নামাজে এসেছি।