এবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার পর থেকে নগরীর উপশহর এলাকায় একটি বুলডোজার দিয়ে তার বাড়িটি ভেঙে ফেলতে কাজ শুরু হয়।
বাড়িটি ভেঙে ফেলার সময় অনেক ক্ষুব্ধ ছাত্র-জনতাকে দেখা যায়। এ সময় সেখানে অনেক মানুষকে ভিড় করতে দেখা গেছে। তখন অনেকে উচ্ছ্বাসও প্রকাশ করেন।
গত ৫ আগস্ট হাসিনার আওয়ামী সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। তিনি স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে ভারতে পালিয়েছেন বলে জানা গেছে। আর লিটনের বড় মেয়ে ও তার জামাই পালিয়েছেন থাইল্যান্ডে।
এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসা ভেঙে ফেলেন স্থানীয় জনতা। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া একই সময়ে রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে নেচে-গেয়ে আনন্দ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা।