আন্দোলনে নিহত রাসেলের মরদেহ তুলতে দেয়নি পরিবার

ফেব্রুয়ারি 9, 2025
by

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারে নিহত আরিফুর রহমান রাসেলের মরদেহ উত্তোলনে সম্মতি দেয়নি তার পরিবারের সদস্যরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) আদালতের নির্দেশে পুলিশ ও ম্যাজিস্ট্রেট বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে মরদেহ উত্তোলন করতে গেলে পরিবারের সদস্যরা আপত্তি করেন।

গত ৫ আগস্ট আরিফুর রহমান রাসেল (৩২) সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হন। আরিফুর বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামের খলিলুর রহমানের ছেলে ও ঢাকা পূর্ব মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়াও ধানমন্ডিতে পপুলার হাসপাতালের ফার্মেসিতে ওষুধ বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এদিন আদালতের নির্দেশে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজসহ পুলিশ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে যায়। পরে আরিফুর রহমান রাসেলের স্ত্রী সুনিয়া আক্তারকে (১৯) পারিবারিক কবরস্থান থেকে রাসেলের মরদেহ উত্তোলনের কথা জানান। তখন রাসেলের স্ত্রী-স্বজন ও স্থানীয়রা কবর থেকে মরদেহ উত্তোলনে অসম্মতি দেন। এরপর পরিবারের সদস্য ও বাদীর সম্মতি না পাওয়ায় বেলা সাড়ে ৪টার দিকে ফিরে যান তারা।

নিহতের স্ত্রী সুনিয়া বলেন, আমার স্বামীকে শহীদের মর্যাদায় দাফন করা হয়েছে। আমরা কেউ চাই না মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হোক। তাই আমরা লাশ উত্তোলন না করার জন্য আবেদন করেছি। লাশ গ্রহণ করা থেকে কবর দেওয়া পর্যন্ত যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে তথ্য নিতে পারেন। এসব বিষয় জানিয়ে লাশ উত্তোলন না করার জন্য পরিবারের সবার পক্ষ থেকে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করেছেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান বলেন, নিহত আরিফুর রহমান রাসেলের বড় ভাই সাইদুর রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ নামধারী ১৩০ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। যাহার মামলা নং- ৪৪ উক্ত মামলার প্রসঙ্গে আদালতের নির্দেশ অনুসারে শহীদ আরিফুর রহমান রাসেলের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য প্রতিবেদন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শহীদ পরিবার মরদেহ উত্তোলন করতে ইচ্ছুক নন। এ বিষয়ে তারা লিখিত আবেদন দিয়েছেন। আবেদনে তারা আরিফুর রহমান রাসেল শহীদের মর্যাদা পেয়েছেন জানিয়ে লাশ উত্তোলনে আপত্তির বিষয়টি উল্লেখ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বলেন বলেন, রাসেলের পরিবার মরদেহ উত্তোলন ও ময়নাতদন্ত না করার প্রসঙ্গে লিখিত আবেদন করেছেন। আবেদনের বিষয়টি আদালতকে অবহিত করা হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কবর থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভারতকে হারিয়ে পাকিস্তানের এশিয়া কাপ শুরু

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে যতটা না উদ্দীপনা

ব্যাটিং ইউনিটে যে সমস্যার কথা জানালেন জাকের

আরও একটা ব্যাটিং বিপর্যয়। আরও একবার বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা দেখলেন