হারিস রউফের চোটের সর্বশেষ অবস্থা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি 10, 2025
by

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। তবে টুর্নামেন্টটির আয়োজকরা সিরিজের প্রথম ম্যাচেই কিউইদের কাছে বড় ব্যবধানে হেরে বসে। এরচেয়েও বড় দুঃসংবাদ হিসেবে আসে ম্যাচটিতে তারকা পেসার হারিস রউফের ইনজুরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন কি না সেই আলোচনাও শুরু হয়। তবে আশার খবরই দিয়েছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, বেশি গুরুতর নয় হারিস রউফের ইনজুরি। তবে ‘লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন’ ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচে (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে পাবে না পাকিস্তান। এই ম্যাচটি স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের জয়ী দলই সিরিজের ফাইনালে উঠবে। ইতোমধ্যে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই একটি করে ম্যাচ হারায়, তাদের মুখোমুখি লড়াই পরিণত হয়েছে ডু অর ডাই ম্যাচে। অন্যদিকে, দুটি ম্যাচে জিতেই নিউজিল্যান্ড ফাইনালে উঠে গেছে।

তবে এই সিরিজের চেয়ে পাকিস্তানের মূল নজর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রায় তিন দশক পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে দেশটি। সে কারণে টুর্নামেন্টটি আয়োজন ও দলগত সাফল্য পেতে মরিয়া পাকিস্তান। তার আগে তারকা পেসারের ইনজুরি তাদের ভাবনায় ফেলেছেন। হারিস রউফের ইনজুরির আপডেট জানিয়ে আজ পিসিবি বলছে, ‘শনিবার নিউজিল্যান্ড ম্যাচের পর এমআরআই এবং এক্স-রে স্ক্যান করানো পেসার রউফের পেশি ও বুকের বাম পাশে চোট নিশ্চিত হওয়া গেছে।’

তবে তার চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নাই বলেও জানিয়েছে পিসিবি, ‘এই ইনজুরি বেশি গুরুতর নয়, আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই তিনি পুরোপুরি সেরে উঠবেন। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে টুর্নামেন্টটির নবম আসরের। যাইহোক, সতর্কতা ও পুনর্বাসনের অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে না।’

এর আগে কিউইদের বিপক্ষে ম্যাচ চলাকালে বুকের বাম পাশে ও পেটের পেশিতে তীব্র ব্যথা অনুভব করেছিলেন। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, পরীক্ষিত এই ফাস্ট বোলার “লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন” এর ইনজুরিতে পড়েছেন। একইসঙ্গে নিশ্চিত করা হয়, পাকিস্তানের ইনিংসের সময় তিনি ব্যাট করতে নামবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র ১১ দিন আগে নতুন ইনজুরিতে পড়া নিশ্চিতভাবে পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা। শাহিন আফ্রিদি এবং নাসিম শাহকে নিয়ে ম্যান ইন গ্রিনদের পেস বোলিং বিভাগের পূর্ণতা দিয়েছিলেন হারিস। তবে তাকে নিয়ে এখন পর্যন্ত বেশ আশাবাদী–ই পিসিবি।

প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিএমবি আল্ট্রা ট্রেইল ম্যারাথনে ইমামুরের রেকর্ড

প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিএমবি আলট্রা ট্রেইল ম্যারাথনের ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাচিন-সিয়ার্স-ডাফিরা

প্রথবারের মত নিউজিল্যান্ড ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন  রাচিন রবীন্দ্রসহ