আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। তবে টুর্নামেন্টটির আয়োজকরা সিরিজের প্রথম ম্যাচেই কিউইদের কাছে বড় ব্যবধানে হেরে বসে। এরচেয়েও বড় দুঃসংবাদ হিসেবে আসে ম্যাচটিতে তারকা পেসার হারিস রউফের ইনজুরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে পারবেন কি না সেই আলোচনাও শুরু হয়। তবে আশার খবরই দিয়েছে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, বেশি গুরুতর নয় হারিস রউফের ইনজুরি। তবে ‘লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন’ ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচে (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে পাবে না পাকিস্তান। এই ম্যাচটি স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের জয়ী দলই সিরিজের ফাইনালে উঠবে। ইতোমধ্যে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই একটি করে ম্যাচ হারায়, তাদের মুখোমুখি লড়াই পরিণত হয়েছে ডু অর ডাই ম্যাচে। অন্যদিকে, দুটি ম্যাচে জিতেই নিউজিল্যান্ড ফাইনালে উঠে গেছে।
তবে এই সিরিজের চেয়ে পাকিস্তানের মূল নজর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রায় তিন দশক পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে দেশটি। সে কারণে টুর্নামেন্টটি আয়োজন ও দলগত সাফল্য পেতে মরিয়া পাকিস্তান। তার আগে তারকা পেসারের ইনজুরি তাদের ভাবনায় ফেলেছেন। হারিস রউফের ইনজুরির আপডেট জানিয়ে আজ পিসিবি বলছে, ‘শনিবার নিউজিল্যান্ড ম্যাচের পর এমআরআই এবং এক্স-রে স্ক্যান করানো পেসার রউফের পেশি ও বুকের বাম পাশে চোট নিশ্চিত হওয়া গেছে।’
তবে তার চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নাই বলেও জানিয়েছে পিসিবি, ‘এই ইনজুরি বেশি গুরুতর নয়, আশা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই তিনি পুরোপুরি সেরে উঠবেন। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে টুর্নামেন্টটির নবম আসরের। যাইহোক, সতর্কতা ও পুনর্বাসনের অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে না।’
এর আগে কিউইদের বিপক্ষে ম্যাচ চলাকালে বুকের বাম পাশে ও পেটের পেশিতে তীব্র ব্যথা অনুভব করেছিলেন। প্রাথমিক পরীক্ষার পর জানা যায়, পরীক্ষিত এই ফাস্ট বোলার “লোয়ার গ্রেড সাইড স্ট্রেইন” এর ইনজুরিতে পড়েছেন। একইসঙ্গে নিশ্চিত করা হয়, পাকিস্তানের ইনিংসের সময় তিনি ব্যাট করতে নামবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র ১১ দিন আগে নতুন ইনজুরিতে পড়া নিশ্চিতভাবে পাকিস্তানের জন্য বড় এক ধাক্কা। শাহিন আফ্রিদি এবং নাসিম শাহকে নিয়ে ম্যান ইন গ্রিনদের পেস বোলিং বিভাগের পূর্ণতা দিয়েছিলেন হারিস। তবে তাকে নিয়ে এখন পর্যন্ত বেশ আশাবাদী–ই পিসিবি।
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান দুবাইয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি।