আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি এত দিনেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার জন্য ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) শহীদ মিনারে জানাজা-পূর্ব বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত আবুল কাশেম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
আবুল কাশেমের জানাজা বুধবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ছয় মাস পরও জুলাই আন্দোলনের সৈনিককে আওয়ামী দোসরদের হাতে নিহত হতে হয়, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, এটা তাদের কালেক্টিভ ফেইলর। আমরা এত দিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি। আমরা এত দিন পর্যন্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি।
আওয়ামী অপরাধকে বৈধতা দিচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে দেখছি, চারদিকে আওয়ামী বৈধতা উৎপাদনের যেসব ইনস্ট্রুমেন্ট রয়েছে, সেগুলো আবার অ্যাকটিভ হয়েছে। আমরা আরও দেখছি যে কালচারাল অ্যাক্টিভিজম, যে শ্যাডো অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে আওয়ামী দেড় দশকে যে অপরাধ হয়েছে, সেই অপরাধকে বৈধতা দিচ্ছে।