লা লিগার পাশাপাশি স্প্যানিশ কোপা দেল রে-তেও দাপট দেখাচ্ছে তিনটি জায়ান্ট ক্লাব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে সাবেক শিরোপাধারী বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদও এই প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠে। তবে ওই রাউন্ডে কপাল পুড়তে যাচ্ছে একটি দলের। সেমিতে লস ব্লাঙ্কোসরা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও, বার্সেলোনাকে অ্যাতলেটিকোর মোকাবিলা করতে হবে।
আজ (বুধবার) স্প্যানিশ এই লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে রিয়াল সোসিয়েদাদ। এই লড়াইয়ে স্বাভাবিকভাবেই ফেবারিট হিসেবে নামবে লা লিগার টেবিল টপার রিয়াল। অন্যদিকে, জমজমাট লড়াই হবে বার্সা ও অ্যাতলেটিকোর মধ্যে। ফলে কোপা দেল রের ফাইনালে আরেকটি সুপার ক্লাসিকো কিংবা মাদ্রিদ ডার্বি দেখার আশা করতেই পারেন ভক্তরা।
কোপা দেল রের সেমিতে দলগুলো দুটি করে লেগ খেলবে। প্রথম লেগ অনুষ্ঠিত হবে দুই সপ্তাহের মধ্যে, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার ও বুধবার)। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ শেষে এবং ইউরোপীয় প্রতিযোগিতার শেষ ষোলোর লড়াই শুরুর ঠিক আগের সপ্তাহে হবে কোপার প্রথম লেগ। এরপর ফিরতি লেগের জন্য অপেক্ষা করতে হবে ১ ও ২ এপ্রিল পর্যন্ত, আন্তর্জাতিক বিরতির পরপরই ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াইয়ে নামবে বার্সা-রিয়ালসহ ৪ দল।
স্প্যানিশ এই প্রতিযোগিতায় বার্সেলোনা-অ্যাতলেটিকো ম্যাচের প্রথম লেগ অনুষ্ঠিত হবে মন্টজুইকে, আর ফিরতি লেগ হবে মেট্রোপলিতানোতে। রিয়াল-সোসিয়েদাদের অপর সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আনোয়েতায়, আর ফিরতি লেগ হবে সান্তিয়াগো বার্নাব্যুতে। পরবর্তীতে কোপা দেল রের ফাইনাল ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে সেভিয়ার মাঠ লা কার্তুয়ায়। এ নিয়ে টানা ষষ্ঠবার কোপার ফাইনালের জন্য এই ভেন্যু বেছে নেওয়া হয়েছে।
২০১৪ সালের পর এই প্রথমবার লা লিগার শীর্ষ তিন দল কোপার সেমিফাইনালে উঠেছে। এমনকি ওই বছর সেরা চারে উঠেছিল সেমিতে রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদও। দুর্লভ এক নজির ঘটেছে এবারের কোপা দেল রেতে। এদিকে, লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে তুমুল লড়াই চলছে যথাক্রমে তিন জায়ান্ট রিয়াল, অ্যাতেলেটিকো ও বার্সার। সমান ২৩ ম্যাচ শেষে দলগুলোর পয়েন্ট যথাক্রমে ৫০, ৪৯ ও ৪৮।