বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকেন আমেরিকান সংগীতশিল্পী কানিয়ে ওয়েস্ট এবং তার সঙ্গী অস্ট্রেলিয়ান মডেল বিয়াঙ্কা সেনসোরি। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর লাল গালিচায় কানিয়ে ও বিয়াঙ্কার উপস্থিতি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। কারণ, অনুষ্ঠানে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কানিয়ের হাত ধরে হাঁটতে দেখা যায় বিয়াঙ্কাকে। এমন পোশাক বিতর্কের আবহের মাঝেই শোনা গেল, বিচ্ছেদের পথে হাঁটছেন কানিয়ে-বিয়াঙ্কা!
আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি বিচ্ছেদের আবেদন করেছেন। সঙ্গে আরও কিছু গণমাধ্যম বলছে, দম্পতিটি আলাদা করে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছেন; আর এই বিচ্ছেদের পর খোরপোশ হিসেবে ৫০ লাখ ডলার পাবেন বিয়াঙ্কা সেন্সরি। বিচ্ছেদের কারণ হিসেবে বলা হয়েছে, ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দে আছেন তারা, যা নিয়ে কানিয়ের ওপর রেগে আছেন বিয়াঙ্কা!
তবে এই দম্পতির এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে হলিউড রিপোর্টের প্রতিবেদন বলছে, কানিয়ে-বিয়াঙ্কার বিচ্ছেদ শুধু গুঞ্জন ছাড়া আর কিছু নয়। কানিয়ে আর বিয়াঙ্কা বর্তমানে লস অ্যাঞ্জেলেসে আছেন, একসাথে ভ্যালেন্টাইন্স উপভোগ করছেন তারা। তারা যদি বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নেয়, তাহলে নিজ উদ্যোগেই ঘোষণা দেবে।
এর আগে ৬৯ তম গ্র্যামি পুরষ্কারে লাল গালিচায় একটি লম্বা কোট পরে অনুষ্ঠানে যান বিয়াঙ্কা সেনসোরি। সঙ্গে ছিলেন তার স্বামী কানিয়ে ওয়েস্টও। এদিন সকলের সকলের সামনে নাটকীয়ভাবে গায়ের কোটটি খুলে ফেলেন বিয়াঙ্কা; যার নীচে কোনো পোশাকই ছিল না। এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা এসে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরে তাদের একটি রুপালি রঙের ক্রোম কারে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়।
এরপর থেকে বিতর্কের মুখে বিয়াঙ্কা। শোনা যাচ্ছে, এ নিয়ে আইনি বিপাকেও পড়তে পারেন অস্ট্রেলিয়ান এই মডেল। যদিও দাবি করছেন অনেকে, স্বামী কানিয়ে স্ত্রী ওয়েস্ট বিয়াঙ্কাকে এমন কর্মকাণ্ড ঘটাতে উৎসাহিত করেছেন।