ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা চলছে। তবে এতে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেন সরকারের সূত্র মতে, আজ সোমবারের (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে এই আলোচনায় কিয়েভের কোনো প্রতিনিধি অংশ নেবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলগ জানিয়েছেন, কিয়েভের প্রতিনিধিরা আলোচনা করবে। তবে ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আলোচনায় থাকছে না। এমনকি ইউরোপীয় নেতাদেরও এই আলোচনায় যোগ দিতে বলা হয়নি। ইউরোপীয় নেতারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে প্যারিসে ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি জরুরি বৈঠক আয়োজন করেছে।
গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয় ওয়াশিংটন। বিভিন্ন পক্ষ এখন আলাদা বৈঠক করছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মুখোমুখি আলোচনা শুরু করেছে। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও অংশ নেবেন। এর আগে, ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ফোনালাপ হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার বলেছেন, কিয়েভকে বাদ দিয়ে করা কোনো শান্তিচুক্তি তিনি মেনে নেবেন না এবং ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না।