সাতক্ষীরা জেলা যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে শ্যামনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পাল্টা মশাল মিছিল করেছেন।
রোববার যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাল্টা মশাল মিছিল করেন তারা। মনগরের আসিফ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আসিফ চত্বরে এসে শেষ হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি মাহফুজুর রহমান, জান্নাতুল নাঈম ও শরীফুল ইসলাম।
ছাত্র নেতারা জানান, সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিলের প্রতিক্রিয়ায় তারা এই কর্মসূচি পালন করেছেন। তারা ফ্যাসিস্ট সরকারের অঙ্গসংগঠনের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রোববার রাতেই তালায় বিক্ষোভ মিছিল হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন, তালা উপজেলা ছাত্রদল এবং ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে রোববার রাতে মিছিলটি তালা উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে, তালা বাজার ৩ রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদল নেতা জোয়াদ্দার ফারুক হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান সাগর, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কারী মীর্জা সাকিব, মো. মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রবিউল ইসলাম, ছাত্রশিবির নেতা মো. আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা রিপন হোসেন, সোহাগ, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা সৌরভ, মুজাহিদ, রায়হান, রাব্বী ও হায়াতুর প্রমুখ।
প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার বকচরা মোড়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. ইউনুসের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করে জেলা যুবলীগ। সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন পৌর যুবলীগের ইউসুফ সুলতান মিলন, আশাশুনি উপজেলা শ্রমিক লীগ নেতা ঢালী সামসুল আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।