ক্যান্সার নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা আপডেট দিয়ে থাকেন বলিউড অভিনেত্রী হিনা খান। যে বিষয়টিকে ‘খবরে থাকার প্রচেষ্টা’ বলে উল্লেখ করেছিলেন আরেক অভিনেত্রী রোজলিন খান।
এবার রোজলিন খান এমন কিছু বিষয় তুলে ধরলেন, যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। হিনার মেডিক্যাল রিপোর্ট শেয়ার করেছেন রোজলিন। যা নিয়ে চলছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা-সমালোচনা।
রোজলিন তার ইনস্টাগ্রামে একটি পোস্টে হিনার কিছু রিপোর্ট তুলে ধরেছেন। যা ভাইরাল হয়েছে মুহূর্তে। রোজলিন পোস্টে লিখেছেন, ‘আমার কাছে আরও কিছু সমর্থনকারী নথি রয়েছে, যা একটি হাসপাতালের অফিসিয়াল স্ট্যাম্প সহ একটি উৎস থেকে আমাকে প্রদান করা হয়েছে। এখন সময় এসেছে বুঝতে যে সেলিব্রিটিরা আলোচনায় থাকার জন্য যেকোনো কিছু ব্যবহার করতে পারেন।’
‘আমি দুঃখিত যে এই ক্ষেত্রে ক্যান্সারের স্টেজ ৩ বলে উল্লেখ করা অতিরঞ্জিত বলে মনে হচ্ছে, যা শুধুমাত্র বেশি মনোযোগ আকর্ষণের জন্য বলা হয়েছে। যদি বলা হতো এটি স্টেজ ২ ক্যান্সার, তাহলেও আমরা একই সম্মান দিতাম। কারণ আমাদের কাছে ক্যান্সার যেকোনো স্টেজেই ক্যান্সার।’
এরপর বলেন, ‘হিনা খানের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার দ্রুত সুস্থতা এসেছে, কারণ তার চিকিৎসা সহজ ছিল। কিন্তু একজন ক্যান্সার রোগী বা সারভাইভার দ্বারা ভুল তথ্য প্রদান করা সত্যিই স্টেজ ৩ ট্রিপল নেগেটিভ ক্যান্সারে ভুগছেন এমন রোগীদের জন্য অবমাননাকর। অন্তত এখন তো প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।’
‘আমি আপনার ট্র্যাজেডির জন্য সত্যিই দুঃখিত। আপনি একজন সুযোগসন্ধানী। আপনার টার্গেটেড থেরাপি চালিয়ে যান, শারীরিকভাবে সুস্থ হোন এবং আমি আশা করি আপনার মনের ক্যান্সারও সেরে যাবে।’
অভিনেত্রীর এই পোস্টটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। সত্যিই কি স্টেজ ২ ক্যান্সারে আক্রান্ত হিনা? এ নিয়ে নেটিজেনদের মাঝে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, গত বছর হিনা নিজেই তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সকলকে জানিয়েছিলেন যে তিনি স্টেজ থ্রি স্তন ক্যান্সারে ভুগছেন। তবে এখন রোজলিনের পোস্টে কারও কারও মনে প্রশ্নও জাগছে বলা চলে।