ঝোড়ো ইনিংসের পরও খুশদিলকে ‘পারচি’ বলে গালি, যা বলছেন পাক তারকা

ফেব্রুয়ারি 20, 2025
by

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পর লম্বা সময় পর পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন খুশদিল শাহ। সুযোগ পেয়ে তা কাজেও লাগিয়েছেন ঝোড়ো ব্যাটিংয়ে। কিন্তু এরপরও তাকে স্বদেশি সমর্থকদের কাছে গালি শুনতে হয়েছে। তাকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে ‘পারচি–পারচি’ স্লোগান ওঠে। উর্দু ভাষায় বলা এই শব্দের অর্থ দাঁড়ায়– স্বজনপ্রীতি, যার মানে ক্রিকেটীয় পারফরম্যান্স ছাড়া কারও সুপারিশে দলে ডাক পাওয়া।

নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের ৬০ রানের হারই কি দর্শকদের এমন আচরণে বাধ্য করেছে? কিন্তু খুশদিল শাহ–ই কেন এর শিকার। অবশ্য এর আগেও ‘পারচি’ স্লোগান শুনতে হয়েছে বাঁ-হাতি এই অলরাউন্ডারকে। এর আগে একই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আরেক পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক। যা নিয়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানেও কথা বলেছেন। ‘পারচি’ বা স্বজনপ্রীতি বলে ডাকার কারণে তার পরিবার গ্যালারিতে বসে খেলাও দেখেন না!

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে পাকিস্তানের হয়ে ব্যবধানটা কমিয়েছেন মূলত খুশদিল। ৩২১ রানের বড় লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা ১২৮ রানে ৫ উইকেট হারানোর পর তিনি ক্রিজে আসেন। এরপর বাবর আজমও আউট হলে পাকিস্তানের বড় হার ছিল নিশ্চিত। সেখান থেকে দলের ২৬০ রান পর্যন্ত যাওয়ার মূল অবদান তো খুশদিলেরই। বাবর যেখানে ধীরগতির ইনিংস (৯০ বলে ৬৪) খেলে পাকিস্তানের চাপ বাড়িয়েছেন তার বিপরীতে ৪৯ বলে ১৪০ স্ট্রাইকরেটে ৬৯ রান করেন খুশদিল। এ ছাড়া সালমান আগা ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন।

ভালো খেলেও দর্শকদের কাছে বিরূপ আচরণের শিকার হওয়া নিয়ে মুখ খুলেছেন খুশদিল শাহ। তিনি বলেন, ‘যদি আমি নিজের স্কোর বাড়ানোর মতো ইনিংস খেলতাম, তাহলে আমাকে ‘‘পারচি–পারচি’’ স্লোগান শুনতে হতো না। আমি আমার ক্যারিয়ারে কখনও নিজের জন্য খেলিনি। সবসময়ই দলের সাফল্যে অবদান রাখায় আমার পূর্ণ মনোযোগ থাকে। নিজের উইকেট নিয়ে না ভেবেই আমি স্কোর করার চেষ্টা করি।’

ম্যাচের শেষদিকেও জয়ের আশা ছিল জানিয়ে এই পাক অলরাউন্ডার বলেন, ‘নাসিম এবং আমি আলোচনা করছিলাম যে কীভাবে শেষ ওভার পর্যন্ত ম্যাচ নেওয়া যায়, তাহলে আমরা জিততেও পারি। কিন্তু কোনো উইকেট বাকি থাকল না, আমাদের প্রচেষ্টায় কমতি ছিল।’ আগে থেকেই দর্শকদের বিরূপ আচরণের কথা জানিয়ে খুশদিল আরও বলেন, ‘মানুষ দুই বছর ধরে আমাকে একই কথা শোনাচ্ছে। আমারও অভ্যাস হয়ে গেছে। তাই আমিও বলেছি– ‘‘চালিয়ে যাও, আরও কিছু স্লোগান বলো।’’’

আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। সেই ম্যাচটি হবে পাকিস্তানের জন্য বাঁচা-মরার। ইতোমধ্যে প্রথম ম্যাচ হেরে তারা টুর্নামেন্টে টিকে থাকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর ফার্মগেটে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ

সুপার-সাব ওয়াটকিন্সের শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসকে কাঁদিয়ে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

বদলী খেলোয়াড় ওলি ওয়াটকিন্সের ইনজুরি টাইমের দুর্দান্ত গোলে নেদারল্যান্ডসকে ২-১