ফেনী শহরতলীর পাঁচগাছিয়ায় একটি প্লাস্টিকের ক্যারেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪৫ হাজার ক্যারেট পুড়ে গেছে বলে দাবি করেছে মালিকপক্ষ। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পাঁচগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাঁচগাছিয়া বাজারে আনুমানিক বিকেল ৫টার দিকে ফলের ক্যারেটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক এনামুল হক বলেন, শত্রুতা থেকে এ আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছি। সারাদিন বিদ্যুৎ ছিল না। আবার কাজের জন্য লোকজন বাইরে থাকায় গোডাউনেও কেউ ছিলেন না। আগুনের তাপ তীব্র হওয়াতে কেউ সামনেও এগোতে পারেনি। আগুনে ৫৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মজিদ বলেন, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।