কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে গতকাল বুধবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়ালকে নেতৃত্ব দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। দলটির হয়ে প্রথমবারের মতো এদিন আর্মব্যান্ড পড়েন ভিনি। যা তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।
রিয়ালের নিয়মিত চার অধিনায়কের মধ্যে কেউই এদিন মাঠে ছিলেন না। দানি কার্ভাহাল চোটের কারণে আগেই ছিটকে গেছেন। বিশ্রাম দেওয়া হয় ফেদেরিকো ভালভের্দেকে। লুকা মদ্রিচ ছিলেন বেঞ্চে। আর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হয় লুকাস ভাসকেসকে।
তাদের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পান ভিনিসিয়ুস। নেতৃত্বের আর্মব্যান্ড পেয়ে এদিন ভিন্ন ভিনির দেখা মেলে। অনেক সময়ই দেখা যায় তিনি মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়ান। তবে এদিন ছিলেন বেশ শান্ত। দলকেও ভালোভাবেই আগলে রেখেছেন।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘এত বছর পর আর্মব্যান্ডটি পরতে পারাটা খুবই বিশেষ কিছু। এখানে আসা, আমার স্বপ্নের ক্লাবে পা রাখা, স্বপ্ন পূরণ করতে পারা, এখানে (ভালো-খারাপ) সবকিছুর পরও আমার এবং আমার পুরো পরিবারের জন্য গর্বের বিষয় এটা।’
‘আশা করি, দীর্ঘ সময় ধরে এই যাত্রায় থাকতে পারব আমি। বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের অধিনায়ক হতে পেরে আমি খুবই খুশি। এটা এমন কিছু, যা ব্যাখ্যা করা যায় না, যা কখনই কল্পনা করা যায় না। আমি ভাষায় বর্ণনা করতে পারব না।’-যোগ করেন তিনি।
রিয়ালের হয়ে ৩০০তম ম্যাচ খেলার অপেক্ষায় ভিনি। এ নিয়ে তিনি বলেন, ‘এত কম বয়সে রেয়াল মাদ্রিদে আসা এবং এত ম্যাচ খেলার কথা স্বপ্নেও ভাবিনি, এটা অকল্পনীয় ছিল। শিগগিরই আমি ৩০০-তে পৌঁছব, কিন্তু আমি আরও চাই। আমি ৪০০ এবং ৫০০ ম্যাচ খেলতে চাই। আশা করি, এই ক্লাবে ইতিহাস গড়তে পারব আমি।’