চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে ভারত। পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়ায় তাদের ম্যাচের জন্য এই নিরপেক্ষ ভেন্যু নির্ধারিত হয়েছে। এই সিদ্ধান্ত–ই অন্য দলগুলোর চেয়ে বিশেষ সুবিধা করে দিয়েছে ভারতকে। যা নিয়ে একাধিক দেশ আপত্তি জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনও সেই কথায় সুর মিলিয়েছেন, ‘তারা যে সুবিধা পাচ্ছে, তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হবে না।’
ইতোমধ্যে ‘এ’ গ্রুপের দুটি দল নিউজিল্যান্ড ও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে এখনও অমীমাংসিত ‘বি’ গ্রুপ। যেখানে সেমিফাইনালের দৌড়ে আছে ইংল্যান্ড বাদে ৩ দল। সেটি নিশ্চিতের লক্ষ্যে আগামীকাল অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং শনিবার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সেই ম্যাচের আগে করাচিতে সংবাদ সম্মেলনে এসে প্রোটিয়া ব্যাটার ডুসেন ভারতীয় দলের একই হোটেল ও ভেন্যুতে আসা-যাওয়া এবং ভ্রমণক্লান্তি–মুক্ত সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, ‘এটি অবশ্যই বাড়তি সুবিধা। আমি দেখেছি পাকিস্তান এ নিয়ে মন্তব্য করেছে, কিন্তু এটি সত্যি যে ভারত সুবিধা পাচ্ছে। যদি আপনি এক জায়গায় অবস্থান করেন, তাহলে একই হোটেলেই থাকবেন, অনুশীলন এবং খেলার সুবিধাও একই মাঠেই পাচ্ছেন। প্রতিবারই আবার খেলছেন একই পিচে। এটি অবশ্যই একটি দলের জন্য বড় সুবিধা। আমি মনে করি না যে, এটি বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে। এখন দায়টা তাদের ওপর যে, সুবিধাটা কীভাবে কাজে লাগাবে।’
এই বাড়তি সুবিধা–ই অন্য দলকে চাপে রাখবে এবং ভারত হোম কন্ডিশনের মতো পিচ ব্যবহার করবে বলেও ভাষ্য ডুসেনের, ‘সাধারণ জ্ঞান বলে এটি সেখানে (দুবাই) সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলতে যাওয়া দলের জন্য বাড়তি চাপ তৈরি করবে। কারণ তারা সেখানে বিদেশি হিসেবেই খেলতে যাচ্ছে। কিন্তু ভারত সেখানে অভ্যস্ত। একইসঙ্গে এটি তাদের জন্যও চাপের, কারণ তারা ওই মাঠ সম্পর্কে পুরো ধারণা রাখে।’ বলে রাখা ভালো, ভারতের জন্য সেমির ভেন্যুও আগে থেকেই দুবাই নির্ধারিত। এমনকি তারা ফাইনালে উঠলে, শিরোপা নির্ধারণী ম্যাচটিও একই মাঠে হবে।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা অনেক পুরোনো, যার সুবাদে রোহিত-কোহলিদের বোর্ড চিরপ্রতিদ্বন্দ্বী দেশে খেলা থেকে বিরত রয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও বিষয়টি নিয়ে কম নাটকীয়তা হয়নি। শেষ পর্যন্ত উভয়পক্ষ চ্যাম্পিয়ন্স ট্রফিসহ পরবর্তী তিন বছরের আসন্ন আইসিসি ইভেন্টগুলো হাইব্রিড মডেলে আয়োজনের সম্মতি দিয়েছে। সে হিসেবে ভারতের ম্যাচ হচ্ছে দুবাইতে, পাকিস্তান টুর্নামেন্টের স্বাগতিক হয়েও তাদের বিপক্ষে খেলতে উড়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটিতে।
যা নিয়ে পাকিস্তানের কোচ আকিব জাভেদ বলেছিলেন, ‘দেখুন যেকোনো কারণেই হোক তারা দুবাইতে আছে। নিশ্চিতভাবেই যদি আপনি প্রতি ম্যাচ একই মাঠ ও পিচে খেলবেন, সেটি আপনাকে সুবিধা দেবে। কিন্তু তারা একই হোটেল এবং পিচে খেলতেছে বলেই আমরা হারছি না। এটি পিচের কারণে নয়, এমনকি আরও ১০ ম্যাচও তারা এখানে খেললেও।’ একইভাবে চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারলেও, অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সও ‘ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন।