আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেই ম্যাচ উপলক্ষ্যে আজ (শুক্রবার) বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ২৭ জন ফুটবলার রিপোর্ট করেছেন এদিন। শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরি ১৮ মার্চ ঢাকায় পুনরায় শুরু হওয়া ক্যাম্পে যোগ দেবেন। ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল যাবেন সৌদিতে। দেশে থাকা ২৮ ফুটবলারের আজ সন্ধ্যায় রিপোর্টিং সময় থাকলেও সাদ উদ্দিন আগামীকাল অনুশীলনে উপস্থিত থাকবেন।
জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথমে ৩৮ জনের তালিকা প্রকাশ করেছিলেন। ৮ জন খেলোয়াড়কে ক্যাম্পে না উঠিয়ে এবং অনুশীলন পরখ না করেই বাদ দিয়েছেন তিনি। এ নিয়ে সাবেক ফুটবলারদের অনেকেই সমালোচনা করেছেন। আজ বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে হয়েছিল কোচকে। সেই ব্যাখ্যায় কোচ বলেছেন তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন। অনুশীলন-পারফরম্যান্সের বাইরে কথা বা আলোচনার মাধ্যমে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়ে নতুন সমালোচনার পথ উন্মোচন করলেন ক্যাবরেরা।
আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হবে। ঢাকায় দিন তিন-চারেকের বেশি অনুশীলন হবে না। ৫ মার্চ সৌদির উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। ফুটবলারদের সঙ্গে আজ কোচিং স্টাফরাও হোটেলে উঠেছে।