কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের

মার্চ 4, 2025
by

কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। মঙ্গলবার (৪ মার্চ) থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে দেশ দুটির ওপর এই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। কিন্তু সেই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছিলেন।

কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছিল। তবে সেই একমাসের সময়সীমা পার হওয়ার পরই শুল্ক কার্যকরের ঘোষণা দেওয়া হলো। 

বিবিসি বলছে, কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ মার্কিন শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, তার আরোপিত এই আমদানি কর যুক্তরাষ্ট্রের প্রতিবেশীদের অবৈধ মাদক এবং অভিবাসীদের দেশে প্রবেশ রোধে আরও পদক্ষেপ নিতে বাধ্য করবে।

এদিকে ট্রাম্প আমেরিকার দুই বৃহত্তম ব্যবসায়িক অংশীদারের ওপর শুল্ক আরোপ নিশ্চিত করার পরে বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের প্রবাহ বন্ধ করার জন্য বেইজিং যথেষ্ট কাজ করছে না এমন অভিযোগের প্রতিক্রিয়ায় চীনা পণ্য আমদানির ওপরও ১০ শতাংশ শুল্কও আরোপ করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

গত মাসে ট্রাম্প আরোপিত শুল্ক ছাড়াও বাড়তি এই শুল্ক আরোপ হবে এবং এর ফলে চীনা পণ্যের ওপর শুল্ক ২০ শতাংশে নিয়ে যাবে। তিনটি দেশই (কানাডা, মেক্সিকো ও চীন) বলেছে, তারা শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং এতে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আমেরিকান ভোক্তারা সম্ভবত কিছু পণ্য ক্রয়ের ক্ষেত্রে উচ্চ ব্যয়ের মুখোমুখি হবেন।

ট্রাম্প গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট আগেই হুমকি দিয়েছিলেন, তিনি ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এরপর গত জানুয়ারি মাসের শেষের দিকে ট্রাম্প জানান, পূর্বঘোষণা অনুযায়ী তিনি কাজ করবেন। অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকেই দেশ দুটি থেকে আসা পণ্যের ওপর এই শুল্ক বসবে।

তবে এর কয়েকদিন পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেন। মূলত নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত সামনে আসে। বিনিময়ে কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়।

সমঝোতা অনুযায়ী, কানাডা একজন “ফেন্টানিল জার” নিয়োগ দেবে আর মেক্সিকো সীমান্তে দশ হাজার সৈন্য পাঠাবে। ডোনাল্ড ট্রাম্পের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের কয়েক দফা ফোনালাপের পর সেই সমঝোতা হয়েছিল।

মূলত কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। আর তাই ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক পরিকল্পনাতে অনড় থাকলে উভয় দেশই পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছিল। অবশেষে শুল্ক কার্যকরের ঘোষণা দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী এই দুটি দেশ কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন হ্যারিস ও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান

আগুন নিভলেও গাজী টায়ার্সে ভবন ধসের শঙ্কা রয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজী টায়ার্সের কারখানায় লাগা