চ্যাম্পিয়ন্স ট্রফির ‍টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আছেন যারা

মার্চ 8, 2025
by

প্রায় তিন সপ্তাহের মাথায় শেষ হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আগামীকাল (রোববার) ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল দিয়ে টুর্নামেন্টটির পর্দা নামবে। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগতভাবেও আইসিসির এই মেগা প্রতিযোগিতায় আলোর মুখটা নিজেদের দিকে ফিরিয়েছেন ক্রিকেটারদের কেউ কেউ। তেমনই ১০ তারকা ক্রিকেটার আছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের দৌড়ে।

ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) : ফাইনালের আগে চোটে পড়েছেন নিউজিল্যান্ডের অন্যতম প্রধান এই পেসার। ফলে ভারতের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি ম্যাট হেনরি। ৪ ম্যাচে মাত্র ১৬.৭০ গড়ে তিনি ১০ উইকেট নিয়েছেন। 

মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) : কিউই অধিনায়ক স্যান্টনার সামনে থেকে নেতৃত্ব দিয়েই দলকে ফাইনালে তুলেছেন। শিরোপা জিতে ষোলকলা পূর্ণ করার লক্ষ্য নিয়েই নামবেন আগামীকাল। ৪ ম্যাচে তার ইকোনমি ছিল ঈর্ষণীয়, ৪.৮৫। ২৭.৭১ গড়ে তিনি ৭ উইকেট শিকার করেছেন।

বিরাট কোহলি (ভারত) : ৫০ ওভারের ফরম্যাটে ভারতের দীর্ঘ সময়ের ভরসার জায়গা বিরাট কোহলি। সাবেক এই অধিনায়কের অধারাবাহিক ফর্ম নিয়ে আলোচনা থাকলেও, টুর্নামেন্ট শুরু হতেই তিনি সমস্ত জবাব দিয়েছেন ব্যাট হাতে। ৪ ম্যাচে ৭২.৩৩ গড়ে করেছেন ২১৭ রান। এ ছাড়া ফিল্ডিংয়ে নিয়েছেন ৭টি ক্যাচ। 

শ্রেয়াস আইয়ার (ভারত) : দারুণ ফর্মে থাকা শ্রেয়াস আইয়ার বর্তমানে ভারতের মিডল অর্ডারে অন্যতম শক্তির জায়গা। বিপর্যয় মুহূর্তেও তিনি দলের শক্ত ঢাল হয়ে দাঁড়িয়ে যান। চ্যাম্পিয়ন্স ট্রফির ৪ ম্যাচে ৪৮.৭৫ গড়ে তিনি করেছেন ১০৫ রান।

কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) : ইনজুরি থেকে ফেরার পর থেকেই দারুণ সময় কাটছে সাবেক কিউই অধিনায়কের। চলমান প্রতিযোগিতায় ৪ ম্যাচে তিনি ৪৭.২৫ গড়ে ১৮৯ রান এবং ৭টি ক্যাচ তালুবন্দি করেছেন।

রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) : অল্প সময়ের ক্যারিয়ারে দারুণ সব মাইলফলক গড়ছেন আরেক কিউই ওপেনার রাচিন রবীন্দ্র। চলতি আসরেই তিনি দুটি সেঞ্চুরি করেছেন। ৩ ম্যাচে ২২৬ রানের পাশাপাশি ২ উইকেট এবং ৪টি ক্যাচও ধরেছেন এই অলরাউন্ডার। চোটের কারণে মিস করেছিলেন টুর্নামেন্টের প্রথম ম্যাচ।

গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) : এই কিউই তারকাও বর্তমানে ওয়ানডের ইনফর্ম ব্যাটারদের একজন। ব্যাটিং পজিশনটা নিচের দিকে হলেও, দলের জন্য খেলছেন কার্যকরী ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির ৪ ম্যাচে ১৪৩ রানের পাশাপাশি ২ উইকেট এবং ৪টি ক্যাচ নিয়েছেন ফিলিপস।

আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান) : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেমিফাইনালে ওঠার দৌড়ে ছিল আফগানিস্তান। শেষ পর্যন্ত তেমনটি না ঘটলে ক্রিকেটবিশ্বকে বড় বার্তা দিয়ে গেছে একসময়ের যুদ্ধবিধ্বস্ত দেশটি। আর সেই কাজে সামনে থেকে ভূমিকা ছিল অলরাউন্ডার ওমরজাইয়ের। ৩ ম্যাচে ১২৬ রান, ৭ উইকেট এবং ২টি ক্যাচ নিয়েছেন এই আফগান তারকা।

বরুণ চক্রবর্তী (ভারত) : চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র দুটি ম্যাচ খেলেছেন। আর তাতেই নিজের সামর্থ্য ও প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটি দেখিয়েছেন ভারতীয় রহস্য স্পিনার বরুণ। ২ ম্যাচে মাত্র ১৩ গড়ে তিনি ৭টি উইকেট নিয়েছেন। আছেন সেরা উইকেটশিকারির তালিকায় তিনে।

মোহাম্মদ শামি (ভারত) : চোট থেকে দীর্ঘ সময় পর ফিরলেও পুরোনো ছন্দ দেখাতে ভুল করেননি এই ভারতীয় পেসার। ৪ ম্যাচে ১৯.৮৮ গড়ে তিনি শিকার করেছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভারতে নিপাহ ভাইরাসে শিক্ষার্থীর মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রাণঘাতী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪

গাজায় ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ ২০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২০ ফিলিস্তিনি