নেত্রকোণার দুর্গাপুরে খামারের পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যার পর ৭টি গরু লুটের ঘটনায় সাবেক যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নেত্রকোণার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুরের রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮), মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২) ও আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল (৩২)। এদের মধ্যে আব্দুল আউয়াল উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন। গত ৭ মার্চ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, হত্যা ও ডাকাতিতে ৬ থেকে ৭ জন অংশ নেন। তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে খামারের সিমেন্টের খুঁটির সঙ্গে হাত, গলায় কালো ফিতা এবং মুখ গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। পরে খামারের ৭টি গরু পিকআপে তুলে নিয়ে যান। বাকিদের গ্রেপ্তার, গরুগুলো উদ্ধারে অভিযান চলছে।
প্রসঙ্গত, জয়নাল মিয়া গত দুই মাস ধরে হাবিবুল্লাহ ফিশারি অ্যান্ড ডেইরি ফার্মে পাহারাদার হিসেবে কাজ করতেন। এছাড়াও আরও দুইজন পাহারাদার ছিল খামারে, যারা দিনে কাজ করেন। বুধবার দিবাগত রাতে হেলাল নামে একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। পরে সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে খড়ের ঘরে খুঁটির সাথে বাঁধা অবস্থায় জয়নাল মিয়ার মরদেহ দেখতে পান। পরে তিনি খামারের মালিক ও স্থানীয়দের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।