রাজধানীর শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের গভর্নিং বডির সদস্যদের নিয়মবহির্ভূত সম্মানী গ্রহণের বিষয়ে গত ২২ ফেব্রুয়ারি একটি সংবাদ প্রকাশ করে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট৷ ‘অবৈধ’ অধ্যক্ষ দিয়ে চলছে বোরহানুদ্দিন, সম্মানীর নামে হরিলুট!’ শিরোনামের ওই প্রতিবেদনে উঠে আসে কলেজটির গভর্নিং বডির সদস্যদের নিয়মবহির্ভূত সম্মানী ভাতা নেওয়ার চিত্র।
এ সংবাদ প্রকাশের পরেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়, গভর্নিং বডির সদস্যরা কোনো সম্মানী ভাতা গ্রহণ করতে পারবেন না। একইসঙ্গে এ সিদ্ধান্তের ব্যত্যয় হলে গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ অনুযায়ী গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতিসহ সব সদস্যের পদ সম্মানীয় অবৈতনিক পদ।
এতে আরও বলা হয়, সমাজের সম্মানীয় ব্যক্তিদের অর্জনগুলোকে বিবেচনায় নিয়ে তাদের গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতি/বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়ে থাকে। কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে গভর্নিং বডি বা এডহক কমিটির সভাপতিসহ সদস্যরা যে সব দায়িত্ব পালন করেন তা মূলত স্বেচ্ছাসেবী বা সেবামূলক কাজ। উক্ত অবৈতনিক, স্বেচ্ছাসেবী বা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা বাবদ গভর্নিং বডি/এডহক কমিটির সভাপতিসহ সব সদস্যকে সিটিং এলাউন্স, সম্মানী বা কোনো প্রকার আর্থিক সুবিধা গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বলা হলো। এর ব্যত্যয় পরিলক্ষিত হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট গভর্নিং বডি/এডহক কমিটি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ (১১ মার্চ ২০২৫) থেকে কার্যকর হবে।