বিকেলে নিখোঁজ, পরদিন সকালে মাঠে মিলল নারীর মরদেহ

মার্চ 15, 2025
by

কুষ্টিয়ার মিরপুরে একটি তামাকের মাঠ থেকে সন্দেশী বালা দাসী (৪৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) সকালের দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের তামাকের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে মিরপুর থানার পুলিশ। 

এর আগে গতকাল শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিন। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবার। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিহত সন্দেশী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার  ঝন্টু দাসের স্ত্রী। তিনি চার সন্তানের মা। তার দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

নিহতের পরিবার, স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মশান মাঠে খড়ি কুড়াতে যান সন্দেশী। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। রাতভর কোথাও খুঁজে পাওয়া যায় না। পরে শনিবার সকালে মশানের মাঠের একটা তামাকের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, পাতা কুড়াতে গিয়ে বিকেল থেকে নিখোঁজ ছিলেন সন্দেশী। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক। 

নিহতের বড় মেয়ে অষ্টমী বলেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মা এভাবে মারা গেছে, আপনারা এর বিচার করেন। আমার মা কারো অন্যায় করিনি, সে সাদাসিধা মানুষ। সে বুঝতেই পারিনি মাঠে খড়ি আনতে গিয়ে তার মৃত্যু হবে। আমার মাকে মাইরি ফেলা হয়েছে। যারা হত্যা করেছে, তাদের শাস্তি চাই। 

ছোট মেয়ে ষষ্ঠমী বলেন, আমার মা হারালো, আমি জানছি রে, আমার বুকের মধ্যে আগুন জলছে। আমার সোনা মা কাজের থেকে বাড়ি এসে, পাতা কুড়াতে গেছে। আমার মা কোনো মানুষের কোনো অন্যায় করে নারে। আমার মার হত্যার বিচার চাই, আমার মার হত্যার বিচার করো গো। 

বড় ছেলে মিলন বলেন, আমার মাক মাইরি ফেলা দিসে, মাক মারার বিচাই। আমি আমার মাক মারার বিচার চাই। 

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায় সন্দেশী। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে মরদেহ দেখতে পান। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। তারা হয়তো এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘বিএনপি করা কি অপরাধ, আমাদের অনেক নেতাকর্মী এখনও জেলে’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপি করা কি অপরাধ?

ইউক্রেন ও মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনার লক্ষ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন নিয়ে আলোচনা করতে