গুজরাট দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার মোদির

মার্চ 16, 2025
by

গুজরাটে ২০০২ সালের হিন্দু-মুসলিম দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। এছাড়া আহত হন আড়াই হাজারের বেশি মানুষ। নিখোঁজ হন তিনশ জনেরও বেশি বাসিন্দা। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০২৩ সালের ১৯ জানুয়ারি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভয়াবহ এ দাঙ্গার সময় মোদি মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি দাঙ্গা উসকে দিয়েছিলেন। সংবাদমাধ্যমটি আরও জানায়, দাঙ্গা বন্ধ না করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন মোদি।

২০০২ সালে সবরমতি এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছিল। ওই ট্রেনের আগুনে পুড়ে ৫৯ হিন্দু তীর্থযাত্রী নিহত হওয়ার মাধ্যমে এই দাঙ্গার সূত্রপাত হয়েছিল। এরপর তা পুরো গুজরাটে ছড়ায়। যেখানে টানা তিনদিন নির্মম মুসলিম নিধন চলে।


তবে যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী ও পডকাস্ট হোস্ট লেক্স ফ্রিডম্যানকে আজ রোববার (১৬ মার্চ) দেওয়া সাক্ষাৎকারে মোদি ওই দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি আরও দাবি করেন, ২০০২ সালের দাঙ্গাকে সবচেয়ে বড় দাঙ্গা হিসেবে অভিহিত করা হলেও; এরআগে ওই সময় সেখানে আরও ২৫০টি দাঙ্গা হয়েছিল। ২০০২ সালের দাঙ্গা নিয়ে ভুল ধারণা আছে বলেও দাবি করেন মোদি।

তিনি বলেন, “ভুজের ভয়াবহ ভূমিকম্প এবং ওই স্থানটি পুনর্গঠনের জন্য আমাকে গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এটি ছিল গুরুত্বপূর্ণ দায়িত্ব। শপথের দিন থেকে আমি আমি নিজেকে এতে নিমগ্ন করি। আমি এমন মানুষ ছিলাম যার এরআগে সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি কখনো কোনো প্রশাসনের অংশ ছিলাম না। এমনকি সরকারে কখনো কাজও করিনি। সেবার আমার জীবনে প্রথম নির্বাচন করি। ২০০২ সালের ২৪ ফেব্রুয়ারি আমি রাজ্য প্রতিনিধি হই, একজন নির্বাচিত প্রতিনিধি। আমি খুব সম্ভবত ২৪-২৫ বা ২৬ ফেব্রুয়ারি গুজরাট অ্যাসেম্বলিতে প্রবেশ করি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম। আমি নির্বাচিত হওয়ার তিনদিন পর সেই ট্রেনে আগুন দেওয়ার ভয়াবহ ঘটনা ঘটে।”

তিনি আরও বলেন, “এটি ছিল অকল্পনীয় বড় ট্রাজেডি। মানুষকে জীবিত পোড়ানো হয়েছিল। ওই সময় বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। ঠিক তখন এত মানুষকে জীবিত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। আপনি কল্পনা করতে পারবেন পরিস্থিতি কতটা উত্তপ্ত ছিল। অবশ্যই এটি সবার জন্য একটি ট্র্যাজেডি ছিল। সবাই শান্তি চায়।”

২০০২ সালের সেই ভয়াবহ নৃসংশ মুসলিম হত্যাকাণ্ডের সঙ্গে তার ও তার দলের কোনো সংশ্লিষ্টতা ছিল না এমন দাবি করে মোদি বলেন, “আমি ক্ষমতায় আসার আগেই এটির লম্বা ইতিহাস ছিল। কিন্তু ২০০২ সালের সেই একটি ঘটনা জ্বলে ওঠার মুহূর্ত ছিল। যা কিছু মানুষকে সহিংসতার দিকে নিয়ে যায়। পরে বিচার বিভাগীয় তদন্ত হয়। ওই সময় আমাদের বিরোধী রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল। এবং প্রাকৃতিকভাবে তারা সব অভিযোগ আমাদের দিকে দিতে চেয়েছিল।”

তিনি আরও বলেন, “তাদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও, বিচার বিভাগ খুব সূক্ষ্মভাবে সবকিছু তদন্ত করে। এবং পরিশেষে আমাদের কোনো সংশ্লিষ্টতা পায়নি। যারা সত্যি দায়ী ছিল তারা আদালতের বিচারের মুখোমুখি হয়েছে।”

মোদি আরও বলেন, “২০০২ সালের দাঙ্গা সবচেয়ে বড় দাঙ্গা ছিল— এটিই একটি ভুল তথ্য।” এর আগে ছোটখাট বিষয় নিয়ে ২৫০টিরও বেশি দাঙ্গা হয়েছে বলে দাবি করেছেন ‘গুজরাটের কসাই’ হিসেবে কুখ্যাত ভারতীয় প্রধানমন্ত্রী। কিন্তু এরপর আর সেখানে কোনো দাঙ্গার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য ২০০১ সালে মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হন। তিনি সাধারণ মানুষের ভোটে মুখ্যমন্ত্রী না হয়ে দলীয় প্রধান হিসেবে এই দায়িত্ব পান। ওই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী কেশভাই প্যাটেল অসুস্থ হলে মোদিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। এর এক বছর পরই সেখানে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চলে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সাজেকে আটকে পড়াদের জন্য খাবারের আয়োজন করল মালিক সমিতি

গত শনিবার (২১ সেপ্টেম্বর) থেকে অবরোধের কারণে সাজেক পর্যটন কেন্দ্রে

হাওরে নৌকা ডুবে শাশুড়ির মৃত্যু, প্রতিবন্ধী নাতবউ নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবল বাতাসে নৌকা ডুবে রহিমা বেগম (৭৫) নামের