ভারতে মুসলমানদের ওপর ক্রমাগত হামলা ও ধর্মীয় স্থাপনা মসজিদ ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী হল মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের, ‘আমার ভাইয়ের রক্ত কেন? মোদি তুই জবাব দে’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠ আরেকবার’, ‘আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট-বোমা’, ‘গুজরাট না চট্টলা, চট্টলা চট্টলা’, ‘জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সকাল-সন্ধ্যা সম্প্রতি, সাম্প্রদায়িকতা ও নীতিবাক্য শোনায়। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, ভারতে মুসলিমরা নির্যাতিত। তাদের ঘর-বাড়ি ধূলায় মিশিয়ে দিচ্ছে। আমরা তোমাদের বলে দিতে চাই, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা যদি জেগে উঠি, তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই মুসলিমদের মোকাবিলা করবে। আপনারা যদি নিজেদের মঙ্গল চান, তাহলে মুসলিম নিধন বন্ধ করুন এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করুন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ ফারাবী বলেন, গত ৩০ বছরে ভারতে মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতন অনেক বেড়ে গিয়েছে। তারা মসজিদ ভেঙে মন্দির বানাতে চায়। সারা পৃথিবী যখন সভ্যতার দিকে যাচ্ছে, তখনই ভারত তাদের অসভ্য কালচার নিয়ে বসে আছে। পৃথিবীর মানুষ মাটির নিচে কয়লা, খনিজ তেল আর সোনার খনি পাই, তখন তারা মসজিদের নিচে মন্দির খোঁজে পায়। তারা আমাদের মসজিদে ঘণ্টার ধ্বনি বাজাতে চায়। যদি তোমরা আবার মসজিদে ঘণ্টা ধ্বনি বাজাতে চাও, তাহলে আমরা শাহজালালের আজানের ধ্বনি নিয়ে মন্দিরগুলো আবার মসজিদে রুপান্তর করবো।