অপহরণের ৩ দিন পর মোটরসাইকেলে লাশ নিয়ে ৩০ কিমি ঘোরে দুই বন্ধু

মার্চ 23, 2025
by

ঠাকুরগাঁওয়ের কলেজছাত্র মিলন হোসেন অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। মিলনকে হত্যা করে মুক্তিপণ আদায়ের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে ঠাকুরগাঁও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

তিন দিনের রিমান্ড ও সাক্ষীর জবানবন্দি শেষে রোববার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নবিউল ইসলাম।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অপহরণের তিন দিন পর মিলনকে হত্যা করে সেজান-মুরাদ গ্যাং। তবে রিমান্ডে উঠে আসে ঘটনার মূল রহস্য। মিলন হোসেনকে অপহরণ করে হত্যা ও মরদেহ গুম করে মুক্তিপণ আদায়ের ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। অপহরণের প্রায় ৬ মাস আগে থেকে মিলন ও তার পরিবারের নিয়মিত খোঁজখবর রাখতো ঘাতক সেজান। অপহরণের আগে হত্যার জন্য স্কচটেপ ও মাফলার কেনা ছিলো, লাশ নিয়ে যাওয়ার রুট ও বিকল্প রুটসহ লাশ গুম করার পরিকল্পনা তাদের সাজানোই ছিল।

ঘটনার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে এই কর্মকর্তা জানান, মিলনকে অপহরণের সাথে সাথেই হত্যা করা হয়। মাফলারের সাহায্যে ২ থেকে ৩ মিনিটেই শ্বাসরোধ করে হত্যা করে সেজান ও মুরাদ। শুধু তাই নয়, হত্যার পরে মোটরসাইকেলের মাঝখানে মিলনকে বসিয়ে ৩০ কিলোমিটার রাস্তা ঘুরেছে তারা। তবে এ ঘটনায় প্রথমে ৩ লাখের টার্গেট থাকলেও পরে ৩০ লাখ নেওয়ার পরিকল্পনা করে তারা। একটা পর্যায়ে গিয়ে মিলনের পরিবার ২৫ লাখ টাকা দিতে সম্মত হয়।

রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাধারণত কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাই অপহরণকারীদের মূল টার্গেটে থাকতো। এ সকল উঠতি বয়সী তরুণদের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণের টাকার বিনিময়ে ছেড়ে দিতো। প্রথমে শুধুমাত্র সমকামী যুবকদের জন্য ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ডেকে নিয়ে ধর্ষণ করে ছিনতাই ও স্বল্প পরিমাণ অর্থ চাঁদা বা মুক্তিপণ নিতো সেজান ও মুরাদ। একটা সময় তারা ফেসবুকে প্রেমের ফাঁদের চক্রে নারীদের মাধ্যমেও উঠতি বয়সী যুবকদের আকৃষ্ট করতে থাকে। এভাবেই আস্তে আস্তে এই অপরাধ জগতে জড়িয়ে পরে সেজান গ্যাং। শুরুর দিকে প্রতিটি অপহরণের ঘটনায় এক-দুই হাজার উপার্জন হলেও, আস্তে আস্তে তারা লাখ টাকা লেনদেনে অভ্যস্ত হতে থাকে।

নবিউল ইসলাম আরও জানান, মিলনকে অপহরণের ঘটনায় পাওয়া মুক্তিপণের ২৫ লাখ টাকা সেজানের অপরাধ জীবনের সবচেয়ে বড় অংক ছিল। এর আগে ছোট-বড় প্রায় ১০/১২টি অপহরণ ও ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী এই সেজান। এ সকল ঘটনায় সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকা মুক্তিপণ হাতিয়ে নিয়েছে সেজান গ্যাং।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মিলনকে হত্যার ঘটনায় সরাসরি যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে মূল আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ মহেশপুর বিটবাজার এলাকার মতিউর রহমানের ছেলে সেজান আলী (২৩) ও আরাজি পাইকপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মুরাদ(২৫)। সেই সাথে ফেসবুকে প্রেমের ফাঁদে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সালন্দর ইউনিয়নের শাহীনগর তেলিপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ও আসামি মুরাদের ভাগ্নি রত্না আক্তার রিভাকে (১৯)। অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সহায়তা করার অপরাধে আকচা ইউনিয়ন এলাকার ইলিয়াসের ছেলে মনিরুল (১৭) এবং আলামত গুম করতে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয় সেজান আলীর মা শিউলি বেগমকে।

আসামিদের তিনদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা আরও পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত প্রধান আসামি সেজান আলী ও মুরাদ হোসেনের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, কলেজছাত্র মিলন হোসেন হত্যার ঘটনায় আমারা এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছি। আসামিদের জিজ্ঞাসাবাদের কিছু নতুন তথ্য পাওয়া গেছে। আমাদের টিম কাজ করছে। সেই সঙ্গে ৪ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি টাকা উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নেহার বিচ্ছেদের গুঞ্জন, যা জানা গেল 

ভারতীয় গায়িকা নেহা কাক্কর। বহু হিট গান উপহার দিয়েছেন তিনি।

ইউক্রেনকে ছাড়াই শান্তি আলোচনা, জেলেনস্কি কি মানবেন

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা চলছে।