টি-টোয়েন্টি ক্রিকেটে এবারই প্রথম বাংলাদেশ কোনো বিশ্বকাপে জিতেছে তিনটি ম্যাচে। যদিও সেই বিশ্বকাপে আসে নি তেমন কোনো সাফল্য। কিন্তু বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে আর প্রায় দুই যুগ ধরে টেস্ট খেলা ফরম্যাটটায় চলতি বছর কেমন করেছে বাংলাদেশ?
শুরুটা করা যাক, ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্ট দিয়ে। ২০০০ সালের নভেম্বরে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয় বাংলাদেশের। এরপর দেখতে দেখতে কেটে গেল প্রায় ২৪টি বছর। দুই যুগ ধরে টেস্ট খেলা বাংলাদেশ চলতি বছরই টেস্টে এনেছে বেশ বড় এক সাফল্য। পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবলধোলাই করে জিতে নিয়েছে দুই টেস্টের সিরিজ। ২১ বছর আগে মুলতান টেস্টের দুঃখ ২০২৪ এ এসে ভুলিয়েছে টাইগাররা।
চলতি বছর বাংলাদেশ মোটে জয় পেয়েছে তিনটি টেস্টে। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের পর বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তুলে নিয়েছে আরও এক ঐতিহাসিক জয়। এর আগে ২০২৩, ২০১৮ ও ২০১৪ সালেও তিনটি করে টেস্ট জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবারের জয়গুলো একটু আলাদা; কারণ চলতি বছর বাংলাদেশের জয় পাওয়া তিনটি টেস্টই বিদেশের মাটিতে।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বেশ ভালোই করেছে; এমনটা বলার কারণ, নিজেদের পছন্দের ফরম্যাট ওয়ানডের টানা ব্যার্থতা। চলতি বছর এক দিনের ক্রিকেটে বাংলাদেশ পুরোপুরি ব্যার্থ, এমনটা বললে খুব বেশী বাড়াবাড়ি হবে না। কারণ ২০২৪ সালে ৯ ওয়ানডে খেলে জিততে পেরেছে মাত্র ৩টিতে। শ্রীলঙকার বিপক্ষে সিরিজ জিতলেও হারতে হয়েছে আফগানিস্তানের কাছে। এমনকি বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়েছে ধবলধোলায়।
গেল বছর ওয়ানডে বিশ্বকাপের বছরে ভরাডুবির মাঝেও বাংলাদেশ জিতেছিল ১১ ওয়ানডে। চলতি বছর টাইগাররা মোট ৯ টি ওয়ানডে খেললেও সেখানে পাওয়া ৩ জয়কে খুব ভালো বলার সুযোগ নেই। সবচেয়ে বড় কথা ২০২৫ সালের শুরুতেই আছে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগের বছরে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে টাইগার ম্যানেজমেন্টর জন্য বড় এক দুঃশ্চিন্তার।