চিটাগাংকে হারিয়ে ফাইনালের টিকিট পেল বরিশাল

ফেব্রুয়ারি 3, 2025
by

আসর জুড়েই ব্যর্থ ছিলেন তাওহিদ হৃদয়। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে এসে জ্বলে উঠলেন এই ওপেনার। তার দুর্দান্ত ফিফটিতে ১৬ বল হাতে রেখে সহজ জয় পেয়েছে ফরচুন বরিশাল। ৯ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে ফরচুনরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।

মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগাং। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ২ বলে এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।

১৫০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় বরিশাল। তামিম ইকবাল ও হৃদয় মিলে উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন। তাদের এমন শুরুতেই জয়ের ভিত পেয়ে যায় বরিশাল। ২৬ বলে ২৯ রান করে তামিম ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।


এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন হৃদয়। ব্যর্থতার বৃত্ত ভেঙে লম্বা সময় পর বড় ইনিংস খেলেছেন হৃদয়। মালানের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতেও বড় অবদান ছিল হৃদয়ের। ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেছেন তিনি। আর মালান অপরাজিত ছিলেন ২২ বলে ৩৪ রান করে।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খাজা নাফিকে হারায় চিটাগাং। পাকিস্তানি এই ওপেনার ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন। তবে পরের বলেই কাইল মেয়ার্সের দুর্দান্ত এক ইন সুইংয়ে বোল্ড হয়েছেন। ২ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি।

তিনে নেমে ব্যর্থ গ্রাহাম ক্লার্কও। ৬ বল খেলে ৬ রান করেছেন তিনি। একই পথে হেটেছেন মোহাম্মদ মিঠুন-হায়দার আলিরাও। টপ অর্ডারের এমন ব্যর্থতায় ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা।

রপর পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৭৭ রানের জুটি গড়েন শামীম। ৩৬ রান করে ইমন ফিরলে ভাঙে সেই জুটি। এরপর  শামীমকে আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। শামীম থেমেছেন ৪৭ বলে ৭৯ রান করে। এই ইনিংস খেলার পথে ২৯ বলে ফিফটি করেন শামীম।

বরিশালের হয়ে এদিন দুর্দান্ত ছিলেন মোহাম্মদ আলি। এই পেসার একাই শিকার করেছেন ৫ উইকেট। তাছাড়া দুই উইকেট পেয়েছেন কাইল মেয়ার্স।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে গেল বাংলাদেশ।

ভারতের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে

ড. ইউনূসকে কী লিখেছেন দিল্লি মসজিদের ইমাম?

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন বন্ধে দ্রুত