যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘‘বিশ্ব সম্রাট’’ হতে চান বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানাতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট লুলা দা সিলভা বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বিশ্ব সম্রাট হতে চান।
ব্রাজিলের স্থানীয় একটি রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে লুলা দা সিলভা বলেছেন, ‘‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের গণতন্ত্রই গত ৭০ বছরের ইতিহাসে সেরা শাসনের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে কাজ করছেন, তাতে তিনি বিশ্বের সম্রাট হওয়ার চেষ্টা করছেন।’’
তিনি বলেছেন, তিনি (ডোনাল্ড ট্রাম্প) সবদেশ এবং সব সরকারি নীতি নিয়ে এক সুরে কথা বলার চেষ্টা করছেন।
এর আগে, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কিকে ‘‘স্বৈরশাসক’’ আখ্যা দেওয়ার পাশাপাশি দেশটিতে রাশিয়ার হামলার জন্যও তাকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশের পর লুলা দা সিলভা এসব মন্তব্য করেছেন।
ওয়াশিংটন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার সাথে সরাসরি আলোচনা করে কিয়েভকে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেছেন লুলা। তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট কোনও উদাহরণ দেননি তিনি। প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ব্রাজিলের এই প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলেননি লুলা। যুক্তরাষ্ট্র ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বলে মন্তব্য করেছেন তিনি।