রাজধানীর লালবাগ থানার শহিদনগর এলাকায় নিপা আক্তার বিলকিস (৩০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিপা আক্তার বিলকিস লালবাগ শহীদ নগর পাঁচ নম্বর গলির একটি বাসায় স্বামীসহ ভাড়া থাকতেন।
বিলকিসের দেবর সজীব জানান, আমার বড় ভাই কাওসারের সঙ্গে দুই মাস আগে ভালোবেসে বিয়ে হয় তার। আজ দুপুরে আমি বাসা থেকে খাওয়া-দাওয়া করে ডিউটিতে যাই। আমার মা বাইরে বাসা বাড়িতে কাজ করে। আমার মা বাসায় এসে দেখে দরজা বন্ধ। পরে ধাক্কা দিয়ে খুলে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সে। আমাকে খবর দিলে আমি এসে বটি দিয়ে ওড়না কেটে নামিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে আমাদের সঙ্গে তার কোনো ঝগড়া বা মনোমালিন্য কিছুই হয়নি। তার আগে একটি বিয়ে ছিল পরে আমার ভাইকে বিয়ে করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লালবাগ থেকে এক নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।