চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ বাংলাদেশের। যেখানে বাজে পারফরম্যান্সের জন্য সমালোচিত হচ্ছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তবে তাদের পাশে দাঁড়ালেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য প্রথম ম্যাচে খেলেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে করেছিলেন ১৪ বলে ৪ রান। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারা মুশফিকুর রহিম পরের ম্যাচে করেন ৫ বলে ২ রান। যে কারণে এই দুই ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ দেখছেন অনেকে।
তবে মুশফিক-মাহমুদউল্লাহর অবসর নিয়ে যে গুঞ্জন সেটা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে জানিযেছেন সে কথা।
সালাউদ্দিন বলেন, ‘গুঞ্জন যেহেতু আপনারা শুনেছেন ফলাফলটা আপনারাই দিয়ে দেন। আমরা তো কোনো কিছু শুনিনি। আপনারা যেহেতু শুনেছেন আপনারা পত্রিকার জন্য লিখে দিয়ে দেন। আমরা তো এখান থেকে কিছু বলতে পারব না।’
লিটন দাসকে মিস করছে কি না দল, এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, ‘একটু আগেই বললাম আমি অতীত নিয়ে পড়ে থাকি না। আমাদের স্কোয়াডে ১৫ জন ক্রিকেটার আছে, আমাদের তাদেরকে নিয়ে ভাবতে হবে। আমাদের কাছে যা নেই তা নিয়ে এখানে কিছুই করতে পারব না। টুর্নামেন্ট শেষে আমরা এটা নিয়ে ভাববো। আমরা যাদেরকে পেয়েছি স্কোয়াডে তারাই আমাদের সেরা ক্রিকেটার।’