গাজীপুরের কোনাবাড়ির হৃদয় হত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারজন পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা পর কারগারে পাঠানো হয়েছে।
পুলিশের ওই চার সদস্য হলেন—গাজীপুরের কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) পরিদর্শক কে এম আশরাফ উদ্দিন, গাজীপুরের সাবেক ডিবি সদস্য পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান এবং কনটেবল মাহমুদুল হাসান সজিব।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়িতে গত ৫ আগস্ট সংঘটিত হৃদয় হত্যা সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজ ট্রাইব্যুনালে তাদের হাজির করে, পরে জেলে পাঠানো হয়েছে। তাদের ডিবি কর্তৃক আটক করা হয়েছে।