রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে পদ্মায় মিলল গৃহবধূর লাশ

মার্চ 1, 2025
by

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদী থেকে আঞ্জুমান মায়া নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ মার্চ) সকালে পদ্মা নদীতে গৃহবধূর ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে আসিফ শেখের জন্মদিন ছিল শুক্রবার। বিকেলে আসিফ ও তার স্ত্রী আঞ্জুমান মিলে বাজার থেকে কেক কিনেন। রাত ৮টার দিকে স্বামী ও শাশুড়িকে নিয়ে কেক কাটেন। রাতে স্বজনদের সঙ্গে খাওয়া দাওয়া সেরে রাত ১০টার দিকে ঘুমিয়ে পড়েন স্বামী আসিফ শেখ। স্বামী ঘুমিয়ে পড়লেও স্ত্রী আঞ্জুমান স্মার্টফোনে ব্যস্ত ছিলেন। এরপর রাত ১টার দিকে আসিফ জেগে দেখেন তার স্ত্রী ঘরে নেই। ঘরের দরজা খোলা। পরে তিনি স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে রাতভর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীকে পাননি। পরে শনিবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে পদ্মা নদীতে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা।

গৃহবধূ আঞ্জুমানের শাশুড়ি ফেরদৌসি খাতুন বলেন, প্রেম করে বিয়ে করলেও সংসারে কোনো অশান্তি ছিল না। শুক্রবার রাতেও সবাই মিলেমিশে জন্মদিন পালন করা হয়। সকলে এক সঙ্গেই রাতে খেয়েছিলাম। পরে রাত ১টার দিকে ছেলের কাছ থেকে শুনি বউ ঘরে নেই। এরপর সবাই মিলে সারারাত খুঁজেও কোথাও পাইনি। পরে সকালে নদীতে লাশ পাইছি।

কয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, রাতে নিখোঁজ ছিল ওই গৃহবধূ। সকালে নদীতে স্থানীয়রা দেখতে পায় জালের সঙ্গে আটকে আছে তার লাশ। কী ঘটেছে তা ময়নাতদন্ত করলেই জানা যাবে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, আঞ্জুমান মায়া আঞ্জুমান কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকার আজিম উদ্দিনের একমাত্র মেয়ে। উপজেলার কয়া ইউনিয়নের রাঁধানগর এলাকায় আঞ্জুমানের নানা বাড়ি। প্রায় সাত মাস আগে নানাবাড়িতে বেড়াতে এসে আসিফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ সম্পর্কের প্রায় দুই মাস পরে ঘর ছেড়ে বিয়ে করে পালিয়ে যান তারা। পালানোর সপ্তাহখানেক পরে বউ নিয়ে নিজ বাড়িতে উঠেন আসিফ। এরপর বেশ ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন।

আঞ্জুমানের মা পারভিন খাতুন অভিযোগ করে বলেন, আসিফ আমার মেয়েকে ফুসলিয়ে করে বিয়ে করেছে। তিনদিন আগে ব্যবসা করার জন্য তিন লাখ টাকা চেয়েছিল। টাকা না পেয়ে মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা করেছে। আমার মেয়ের কোনো সমস্যা ছিল না। আমি মেয়ে হত্যার বিচার চাই।

আঞ্জুমানের স্বামী আসিফ অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের সংসার খুব ভালোভাবে চলছিল। রাতে ধুমধাম করে আমার জন্মদিন পালন করি। খাবার খেয়ে রাত ১০টার দিক শুয়ে পড়ি আমি। তখনও মায়া ফোন চালাচ্ছিল। এরপর রাত ১টার দিকে জেগে দেখি মায়া নেই। রাতে খোঁজাখুঁজি করে না পেলেও সকালে নদীতে লাশ পেয়েছি।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, শনিবার সকালে একটি মরদেহ স্থানীয়রা উদ্ধার করে কুমারখালী থানা পুলিশকে খবর দেয়। পরে কুমারখালী থানা পুলিশ নৌপুলিশের কাছে হস্তান্তর করে। তবে গৃহবধূর মৃত্যু যেভাবেই হোক না কেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গণঅভ্যুত্থান : আন্দোলনে নিহতদের নাম তালিকাভুক্তির আহ্বান

গণঅভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে

কাজল-খুরশিদকে গ্রেপ্তারের দাবি রিজভীর 

বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতাকে দায়ী করে অবিলম্বে দুদকের আইনজীবী