জিন্স পরে আসায় টুর্নামেন্ট থেকেই বাদ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন
একবার সতর্ক করা হয়েছিল, এরপরেও নিজের পরনে থাকা জিনসপ্যান্ট পাল্টাতে চাননি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। গতকালই দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে একবার সতর্ক করার পরও পরনের জিনস প্যান্ট তিনি পাল্টাতে চাননি। ড্রেসকোড নিয়ম ভাঙায় নিউইয়র্কে ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপে খেলার জন্য অযোগ্য