জান্নাতে প্রিয়নবী (সা.) এর সঙ্গে থাকবেন যারা
জান্নাত লাভ একজন মুমিনের জীবনের একান্ত কামনা-বাসনার বিষয়। জান্নাত থেকেই পৃথিবীতে এসেছিল মানুষ। পৃথিবীর জীবন শেষে জান্নাতে যেতে পারলেই জীবনের স্বার্থকতা। সহসাই মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহর নির্দেশিত পথ-পন্থা অবলম্বন করতে হবে এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে।