বরিশাল নগরীতে পূর্ব বিরোধের সূত্র ধরে সুরুজ গাজী (৩৬) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশীরা। হত্যার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ঘাতকের ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন।
রোববার (২ মার্চ) সন্ধ্যায় সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউনিয়া শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সুরুজ গাজী ও শাহিন হাওলাদারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে রোববার সন্ধ্যায় দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাহিন হাওলাদারের স্ত্রী সাবানা, বড় ছেলে ইমরান ও ছোট ছেলে লিয়ন দেশীয় অস্ত্র রামদা নিয়ে সুরুজকে কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময়ে হামলা ঠেকাতে গেলে নয়ন নামে আরও একজনের ওপর হামলা চালান। দুজনকে গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন সুরুজ গাজী। নয়ন নামে আরেকজন আহত আছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই চিকিৎসক আরও বলেন, সুরুজ অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সুরুজ গাজীর মৃত্যুর খবর ছড়িয়ে পরায় এলাকার বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহিন হাওলাদারের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। হামলাকারীদের আটক করতে স্থানীয় বাসিন্দারা তাকে বিভিন্ন এলাকায় খোঁজ করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন বলে আবুল কালাম নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ দায়িত্ব পালন করছে। অভিযুক্তদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।